সুদানের সমঝোতা চুক্তিকে স্বাগত জানাল ওআইসি

সুদানের সমঝোতা চুক্তিকে স্বাগত জানাল ওআইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুদান সরকারের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর চূড়ান্ত সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে ওআইসি, জাতিসংঘসহ ইউরোপ ও আরব দেশগুলো।

গত শনিবার (৩ অক্টোবর) সৌদি আরব, কাতার, মিসরসহ পার্শ্ববর্তী দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অবশ্য সমঝোতা চুক্তিতে এখনো দুটি বিদ্রোহী গোষ্ঠী যুক্ত হয়নি।

সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল উসাইমিন বলেন, ‘ঐতিহাসিক এই চুক্তি শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে সুদানকে বহু দূর এগিয়ে নেবে।’

এছাড়া অন্যান্য দলকেও সমঝোতা চুক্তিতে এগিয়ে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সমঝোতা চুক্তি সুদানবাসীর জন্য একটি নবযুগের সূচনা করে। তা সর্বজনীন উন্নয়ন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার অন্যতম স্মারক। এটির সফল বাস্তবায়নের জন্য সব পক্ষের সহায়তার প্রয়োজন।

সুদানের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান আবদুল ফাত্তাহ বুরহান জানান, সুদানে আবার যুদ্ধ হতে দেওয়া যাবে না। সুদানে শান্তি ও অগ্রগতি প্রতিষ্ঠার পথে সমঝোতা চুক্তি উভয় পক্ষকে অনেক এগিয়ে নেবে বলে আশা করেন তিনি।

সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *