‘সৌদির আগ্রাসনে ইয়েমেনের হাজারো মসজিদ ও কুরআন ধ্বংস’

‘সৌদির আগ্রাসনে ইয়েমেনের হাজারো মসজিদ ও কুরআন ধ্বংস’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে গত চার বছরে ইয়েমেনের প্রায় ১০২৪টি মসজিদ আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া এতে ধ্বংস হয়েছে অসংখ্য কুরআন শরীফ। হুথি আনসারুল্লাহ আন্দোলন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আনসারুল্লাহ হুথির পররাষ্ট্র বিষয়ক দায়িত্বশীল আদনান ক্বাফলা ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে বলেন, সৌদির হামলায় ধ্বংস হওয়া অনেক মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা ও ইসলামের গুরুত্বপূর্ণ ইমামগণ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, সৌদি জোটের বোমা বিস্ফোরণে অসংখ্য কোরআনের কপিও ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি জোটের আগ্রাসনে ২কোটির বেশি ইয়েমেনি চরম খাদ্য সংকটে ভুগছে। এছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র ঝুঁকিতে রয়েছে।

সৌদির আক্রমণে দেশটির অসংখ্য স্থাপনা, অবকাঠামো, ঘর-বাড়ি, হাসপাতাল, স্কুল এবং কল-কারখানা ধ্বংস হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *