হবিগঞ্জে আগুন পোহাতে গিয়ে শিশুসহ আটজন দগ্ধ

হবিগঞ্জে আগুন পোহাতে গিয়ে শিশুসহ আটজন দগ্ধ

পাথেয় রিপোর্ট : হবিগঞ্জের বিভিন্ন স্থানে শীতে আগুন পোহাতে গিয়ে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।দগ্ধদের ছয়জন শিশু ‍ও দুজন নারী। শীতে আগুন পোহাতে ও গরম পানি করতে গিয়ে বিভিন্ন স্থানে শনি ও রোববার ওই আটজন দগ্ধ হন। তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হাসপাতালটি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। সদর হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে এসব তথ্য জানা গেছে।

দগ্ধরা হলো— সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সিয়াম (৬), বাহুবল উপজেলার সুখচর গ্রামের সানিয়া (১৫ মাস), শহরের মোহনপুরের জিহাদ আহম্মেদ (২), চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের অর্পি (৯), বাসুল্লা গ্রামের বিলকিছ (১০ মাস), কাইফ (২), বানিয়াচং উপজেলা সদরের রহিমা বেগম (৪৫) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সুমনা বেগম (২২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে জেলার সর্বত্র শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এর মাঝে পাহাড়ি ও হাওরাঞ্চলখ্যাত বাহুবল, চুনারুঘাট, বানিয়াচং, নবীগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজলায় তা মারাত্মকভাবে বেড়েছে।

এ শীতে আগুন পোহাতে ও গরম পানি করতে গিয়ে বিভিন্ন স্থানে নারী ও শিশু দগ্ধ হচ্ছেন। শীতবস্ত্র পর্যাপ্ত না থাকায় গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের লোকজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করে থাকেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, দগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, এদের বেশিরভাগেই শীত নিবারণ করতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *