হায়াতুল উলইয়ার সববোর্ডকে সমানভাবে দেখা উচিত

হায়াতুল উলইয়ার সববোর্ডকে সমানভাবে দেখা উচিত

পাথেয় রিপোর্ট : হায়াতুল উলইয়ার উচিত স্বীকৃতিপ্রাপ্ত ছয়বোর্ডকে সমানভাবে মূল্যায়ন করা উচিত বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুর মাদারিসিদ্বীনিয়া বাংলাদশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, কওমী মাদরাসার স্বীকৃতির বিষয়টি আইনীভাবে স্থায়ীকরণের ক্ষেত্রে ছয়বোর্ডকেই সমানভাবে কাজ করতে হবে।

ইমাম বোখারীকে অবদানকে এ বিশ্ব কখনোই ভুলতে পারবে না জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একত্র করার ক্ষেত্রে যুগান্তকারী যে ত্যাগ তিতিক্ষা দিয়েছেন তা বিশ্ববাসী আজীবন মনে রাখবে।

রোববার সন্ধ্যায় খুলনায় মাদানীনগর মাদরাসার খতমে বুখারীর আখেরী দারস প্রদানকালে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

তিনি বলেন, কওমী মাদরাসার স্বীকৃতি নিয়ে কোনোধরনের রাজনীতি কামন্য নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *