২০২৫ সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত করলেন ট্রুডো

২০২৫ সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত করলেন ট্রুডো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডায় বামপন্থি দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র সঙ্গে সমঝোতা করে ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী ট্রুডো।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর ফলে এই সংকটের সময়ে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকলো না। তারা বাজেট পেশ করবে ও তা রূপায়ণ করবে। কানাডার মানুষের জন্য কাজ করবে।

গত সেপ্টেম্বরে ট্রুডোর দল সবচেয়ে বড় দল হলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই অবস্থায় বামপন্থিদের সমর্থন নিয়ে ট্রুডোকে ক্ষমতায় থাকতে হচ্ছে। বামপন্থি এনডিপি সরকারে থাকবে না। তবে তাদের সঙ্গে ট্রুডোর দলের যে সমঝোতা হয়েছে, তাতে অন্যতম শর্ত হলো, সরকার ওষুধ ও ডেন্টাল কেয়ার পরিকল্পনা রূপায়ণ করবে।

ট্রুডো জানিয়েছেন, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। তিনি বলেছেন, “আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, সেটার উপরই ফোকাস থাকবে। আমরা যে বিষয়ে একমত হতে পারিনি, তার উপর নয়।”

এনডিপি নেতা জগমিত সিং জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তিনি আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতাও আর থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *