৪০ লাখ ডোজ টিকা আসছে

৪০ লাখ ডোজ টিকা আসছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ভি’র ৪০ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। মে মাসের মধ্যেই এই টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতর স্পুটনিক ভি ব্যবহারে জরুরি অনুমতি দিয়েছে। তিনি বলেন, ‘রাশিয়ার স্পুটনিক ভি আমাদের দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো। এতে করে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনও আইনগত বাধা রইলো না।’

আরও পড়ুন: করোনায় দৈনিক সংক্রমন ও মৃত্যু কমেছে

এর আগে সকালে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেখানে কমিটি অনুমোদন দেওয়ার বিষয়ে সুপারিশ করে।

উল্লেখ্য, সাধারণত কোনও ওষুধে সাতটা দেশের অনুমোদন থাকলে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *