৫২ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

৫২ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আসন্ন নির্বাচনের আগে রেকর্ডসংখ্যক উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫২ হাজার ৬৬৩ কোটি টাকার ৩৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৯৭ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা ব্যয় করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রায় দুই মাস ধরে নানা কারণে একনেক সভা হয়নি। এতে দীর্ঘদিন ধরে প্রকল্পগুলো জমে ছিল।

একসঙ্গে এত প্রকল্প পাস নির্বাচনের কারণে নয়। প্রকল্পগুলো বিচার-বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা কমিশনের সদস্যরা খুঁটিনাটি পরীক্ষা করে প্রকল্পগুলো অনুমোদনের জন্য পাঠাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, দুই বছর আগের তুলনায় এখন বিদেশ ভ্রমণ নেই বললেই চলে।

অনেক সময় বিদেশ ভ্রমণের প্রয়োজন আছে। কিন্তু সেটি একান্ত প্রয়োজন না হলে বিদেশ সফরে যাওয়া হচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা আবার ক্ষমতায় আসব। কারণ আমরা উন্নয়ন করি, ধ্বংসাত্মক কাজ করি না। জনগণের ওপর ভরসা করে আবার সরকার ক্ষমতায় আসবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সড়ক ও মহাসড়ক রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম এ মান্নান বলেন, দেশের সড়ক-মহাসড়ক রক্ষণাবেক্ষণের জন্য প্রধানমন্ত্রী একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। এই তহবিল গঠনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাবনা জেলার ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প; যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ নদীতীর সংরক্ষণ ও নদীশাসন প্রকল্প; পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প; পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন প্রকল্প; রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প; মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প; দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প; বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের জন্য ভূমি অধিগ্রহণ, উন্নয়ন এবং আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *