পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে আলোচনায় ছিল কে আগে পাঁচ হাজারি ক্লাবে পৌঁছাবেন, তামিম ইকবাল না কি মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত রেকর্ডটা নিজের করে নিয়েছেন মুশফিক। ওই সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার। কিন্তু তামিম পারেননি। অপেক্ষা বাড়ে।
অবশেষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তামিম ইকবালও অভিজাত এই ক্লাবে প্রবেশ করলেন। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই পাঁচ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন দেশসেরা এই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তামিমের রান ছিল ১২৮ ইনিংসে ৪৯৮১ রান। অ্যান্টিগায় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৩ বল মোকাবিলায় ২৯ রান করেছেন তিনি। এই মুহূর্তে টেস্টে তার মোট রান ১২৯ ইনিংসে ৫০১০ রান।