তুরস্কে ৮০০ কোরআনে হাফেজকে সম্মাননা

তুরস্কে ৮০০ কোরআনে হাফেজকে সম্মাননা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তুরস্কে ৮০০ ছেলেমেয়েকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৫ অক্টোবর) তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের কায়সারি এলাকায় তাদের এই বিরল সম্মাননা দেওয়া হয়। এতে তুরস্ক সরকারের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান ড. আলী ইরবাশসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিআরটির খবরে জানা যায়, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হয়। হাফেজরা প্রবেশ করে একটি আধ্যাত্মিক আবহ তৈরি করে। এ সময় তারা সবার কাছে নিজেদের জন্য দোয়া প্রার্থনা করে।

আলী ইরবাশ বলেন, আমাদের দেশে পবিত্র কোরআনের অসংখ্য হাফেজ রয়েছে। পবিত্র কোরআন হিফজের সংস্কৃতির প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। কোরআনের শিক্ষা অন্তরে ধারণ করে মানবিক বিশ্ব গড়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে হাফেজদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সবাইকে উপহারসামগ্রী দেওয়া হয়।

এর আগে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ২০২১ সালের সামার সেশনে কোরআন হিফজের পাঠ পর্বে দেশটির ২০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। গত বছর তুরস্কের ৬১ হাজার মসজিদে কোরআন হিফজের পাঠদান অনুষ্ঠিত হয়। কোরআন হিফজের কার্যক্রম পরিচালনায় ১৩ হাজার সেন্টার আছে।

সূত্র: টিআরটি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *