বিমানবন্দর সড়কে আবারো শ্রমিকদের বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ

বিমানবন্দর সড়কে আবারো শ্রমিকদের বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ

পাথেয় রিপোর্ট : দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করেছেন পোশাক শ্রমিকরা। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে তারা তাদের এ বিক্ষোভ করছে। এতে ঢাকার প্রবেশমুখ গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।

জানা গেছে, সোমবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন।

এর আগে গতকাল রবিবার রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ যায়। আজমপুর থেকে জসিমউদ্দিন ক্রসিং পর্যন্ত অবস্থান নিলে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পাঁচ ঘণ্টা পর দুপুর ২টার দিকে তারা রাস্তা থেকে উঠে যাওয়ার আগে সোমবার ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন।এসময় বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরাও এসে সড়কে অবস্থান নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *