তুরস্কের ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তুরস্কের ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাথেয় রিপোর্ট : তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ আছে। আর এই অভিযোগে দুই শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) ওই পরোয়ানা জারি করা হয়।

তুরস্কের সরকারি কৌঁসুলিরা জানান, ইস্তাম্বুলে চাকরিরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন।

তারা জানান, ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে।

এদিকে, তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জুলাই মাসের তুরস্কে সেনারা অভ্যুত্থান প্রচেষ্টায় চালায়। সে সময় ২৫১ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *