কানাইঘাটের বীরদল মাদরাসার ৫০ বছর পূর্তি দস্তারবন্দী ২, ৩ ফেব্রুয়ারি

কানাইঘাটের বীরদল মাদরাসার ৫০ বছর পূর্তি দস্তারবন্দী ২, ৩ ফেব্রুয়ারি

কানাইঘাটের বীরদল আনোয়ারুল উলুম মাদরাসার ৫০ বছর পূর্তি দস্তারবন্দী ২, ৩ ফেব্রুয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কানাইঘাটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বীরদল আনোয়ারুল উলুম মাদরাসার ৫০ বছর পূর্তি দস্তারবন্দী সম্মেলন আগামি রোববার ও সোমবার (২, ৩ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দস্তারবন্দী সম্মেলনে জানেশীনে ফিদায়ে মিল্লাত, হযরত মাওলানা সাইয়্যিদ আফফান মানসুরপুরীসহ ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ সম্মেলনে তিন শতাধিক আলেম ও হাফেজকে দস্তারে ফজিলত প্রদান করা হবে।

এছাড়াও এ উপলক্ষে এলাকায় চলছে আনন্দের ঢেউ। সবাই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। স্মারক প্রকাশ করা সহ চলছে নানা আয়োজন।

মহতি এ সম্মেলন সফলে সবার উপস্থিতি, দুআ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদরাসার মুহতামিম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা গোলাম ওয়াহিদ ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এহসানে এলাহী।

– কানাইঘাট থেকে আবদুল্লাহ বিন ইসমাঈল  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *