জানুয়ারির মধ্যে রেললাইনের কাজ শুরু হবে মাগুরায় : রেলমন্ত্রী

জানুয়ারির মধ্যে রেললাইনের কাজ শুরু হবে মাগুরায় : রেলমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাগুরায় আগামী বছরের জানুয়ারির মধ্যে রেললাইন নির্মাণের বাস্তবভিত্তিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরায় এক জনসভায় এ কথা জানান রেলমন্ত্রী। জেলা আওয়ামী লীগের আয়োজনে সদর উপজেলার রাম নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, খুরশীদ হায়দার টুটুল, এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, আশরাফুল আলম বাবুল ফকির, আবুল কাশেম মোল্যা, মকবুল হাসান মাকুল, আব্দুল মান্নান, সাজ্জাদুল ইসলাম বিপু, ফজলুর রহমান, শেখ সালাহ উদ্দিন, মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তাসহ অন্যরা।

জনসভায় রেলমন্ত্রী বলেন, ‘অতীতের সরকারগুলো এদেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি জেলায় রেল যোগাযোগ স্থাপনে কাজ করে যাচ্ছি। আগামী জানুয়ারির মধ্যেই মাগুরায় রেললাইন নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছি’।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *