মুজিববর্ষে বাংলাদেশ সফর সম্মানের বিষয়: নরেন্দ্র মোদি

মুজিববর্ষে বাংলাদেশ সফর সম্মানের বিষয়: নরেন্দ্র মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  মুজিববর্ষে বাংলাদেশ সফর করতে পারাকে নিজের জন্য সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে টুইটারে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

টুইটে মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ১০ দিন ব্যাপি অনুষ্ঠানে ভারত ছাড়াও আরো ৫টি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা যোগ দেবেন। ইতোমধ্যেই আজ সকালে মালদ্বীপের রাষ্ট্রপতি বাংলাদেশে এসে পৌঁছেছেন।

আরও পড়ুনঃ জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডি ৩২ নাম্বারে মালদ্বীপ প্রেসিডেন্টের শ্রদ্ধা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *