আফগানিস্তানে ২৮ বেসামরিক নাগরিক নিহত

আফগানিস্তানে ২৮ বেসামরিক নাগরিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তীব্র লড়াইয়ে ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সংঘাতের মাত্রা বেড়েছে।

কুন্দুজ হাসপাতালের প্রধান ইহসানুল্লাহ ফজলি বলেন, “গত তিন দিনে ২৮ টি মরদেহ এবং ২৯০ জন আহত বেসামরিক লোককে স্থানীয় দুটি হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল। হতাহতের বেশিরভাগই শিশু। এছাড়া মহিলা ও প্রবীণ মানুষও রয়েছেন। কুন্দুজ শহরে এখনও যুদ্ধ চলছে এবং মৃতের সংখ্যা বাড়বে। আফগানিস্তানে দিনে দিনে লড়াই তীব্রতর হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে তালেবান বিদ্রোহীরা সম্প্রতি হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় ঘাঁটি ছাড়িয়ে তারা উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে।”

দুই দশকের যুদ্ধের পর আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত এপ্রিলে এ ঘোষণা আসার পর থেকে তালেবান আরও বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। দোহায় শান্তি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। যদিও সম্প্রতি তাদের বৈঠক হয়েছে এবং আলোচনার প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ওয়াশিংটন সফরে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সঙ্গে রয়েছেন তার একসময়কার প্রতিদ্বন্দ্বী ও আফগান শান্তি আলোচক আবদুল্লাহ আবদুল্লাহ।

এ সফরে তারা জো বাইডেনের সঙ্গে দেখা করে সেনাপ্রত্যাহার নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *