আল্লামা মাসঊদের দর্শনচিন্তা অনেকেই বুঝতে পারে না : ইমাম কাসেম

আল্লামা মাসঊদের দর্শনচিন্তা অনেকেই বুঝতে পারে না : ইমাম কাসেম

পাথেয় রিপোর্ট : অনেকেই আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাতবারাকাতুহুমের প্রজ্ঞা ও হিকমত বুঝতে পারে না বলে অভমত জানিয়েছেন দারুল উলূম দেওবন্দের ভুতপূর্ব মুহতামিম কারী তৈয়্যিব সাব রহঃ এর দৌহিত্র ইমাম কাসেম রশীদ আহমদ। তিনি বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হিকমতের সাথে কাজ করেন ৷ অনেকে হয়ত তার হিকমত উপলব্ধিতে পারেন না ৷ তাই সমালোচনা করেন ৷ আল্লাহ মাফ করুন ৷ হিকমত তো হলো আল্লাহর ফজল ও করম,ইউতীহি মায়ইয়াশা ৷

ইমাম কাসেম বলেন, মানুষকে দীনের সহীহ সহীহ সমঝ দানের মাধ্যমে আল্লাহর দিকে আহবান করতে হবে ৷ উগ্রতার প্রতি উদ্বুদ্ধ করে দীনের ফায়দা হবে না ৷

আল্লামা মাসঊদ দামাতবারাকাতুহুমের আহ্বানে অনুষ্ঠিত চারদিনব্যাপী কিশোরগঞ্জের তাড়াইলে রোববার ইসলাহী ইজতেমার আখেরী মোনাজাতের আগে ইংল্যান্ড থেকে আগত ইমাম কাসেম এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *