পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কোনো অভিবাসনপ্রত্যাশী যদি আমেরিকার কোনো নাগরিককে হত্যা করে থাকেন, তাহলে তাকে ফাঁসি দিতে হবে। কমলা হ্যারিস আর ক্ষমতায় ফিরবে না বলেও জানান ট্রাম্প।
নিউ ইয়র্কের প্রচারে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এদিনের প্রচারে ট্রাম্পের সবচেয়ে বড় চমক ছিল তার স্ত্রী। এই প্রথম ট্রাম্পের প্রচারে স্ত্রী মেলানিয়াকে দেখা গেল।
কমলার সমালোচনায় ট্রাম্প
স্থানীয় সময় রবিবার রাতে ট্রাম্প নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে দেওয়া বক্তৃতায় বলেন, ‘কমলা, আপনি এই দেশ ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমরা আর কোনোভাবেই ফেরাব না। আপনার চাকরি চলে গেছে। আপনি এবার বেরিয়ে যান।’
ট্রাম্পের অভিযোগ, কমলা হ্যারিসের আইকিউ কম। প্রকাশ্যে এভাবেই হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী চার বছর কেমন কাটবে তা স্থির হবে এই নির্বাচনে। আরো চার বছর মানুষ কিছু অযোগ্য মানুষের হাতে দেশ ছাড়তে চান, নাকি এক ঐতিহাসিক সময়ের শুরু দেখতে চান, তা তাদের স্থির করতে হবে।
ট্রাম্পের প্রতিশ্রুতি
এবারের নির্বাচনি প্রচারে দুটি বিষয়ের ওপর ট্রাম্প গোড়া থেকেই গুরুত্ব দিয়েছেন। অনুপ্রবেশ এবং অর্থনীতি। রবিবার ১৫ মিনিটের বক্তৃতাতেও ট্রাম্প সেই কথাগুলোই বলেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে গ্যাংওয়ার বন্ধ করবেন তিনি। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করবেন।
তার দাবি, বাইরের দেশ থেকে অপরাধীরা আমেরিকায় প্রবেশ করছে। তারা আমেরিকার শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। এর পরেই তিনি বলেন, যদি কোনো অনুপ্রবেশকারী আমেরিকায় এসে কোনো মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সবাইকে দেশের পতাকাকে শ্রদ্ধা করতে হবে। কেউ পতাকা জ্বালিয়ে দিলে তার এক বছর পর্যন্ত জেল হতে পারে।
ট্রাম্পের সমর্থকরা এদিন ভরিয়ে দিয়েছিলেন ম্যাডিন স্কোয়্যার গার্ডেন। ট্রাম্প আসার আগে তারাও কমলা হ্যারিসকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেন। হ্যারিসকে তুলনা করা হয় শয়তানের সঙ্গে। ৫ নভেম্বর আমেরিকায় নির্বাচন।
এর আগে শনিবার পেনসিলভেনিয়ায় সমাবেশে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র আর অন্য দেশে যুদ্ধ করতে যাবে না। আমেরিকানদের (মার্কিন সেনা) যুদ্ধ করতে এবং প্রাণ দিতে অন্য দেশে না পাঠানোর (নির্বাচনে জিতলে) প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, ‘কমলা হ্যারিস আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন নিশ্চিত। তিনি জিতলে বিশ্বে যুদ্ধ আরো বাড়বে। এদিকে নিউ ইয়র্কের সমাবেশে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টির সরকারকে নিশানা করে মেলানিয়া বলেন, ‘আমেরিকায় অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এই পরিস্থিতি হতাশাজনক। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে ট্রাম্পকে ভোট দিন। —ডয়চেভেলে ও উইও নিউজ