অবৈধ সরকার অবৈধ সংবিধান তৈরি করেছে : মুফতি রেজাউল করিম

অবৈধ সরকার অবৈধ সংবিধান তৈরি করেছে : মুফতি রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ বলছে তারা সংবিধানের বাইরে যাবে না৷ এ সংবিধান তো বর্তমানের এই অবৈধ সরকার তৈরি করেছিলো৷ সুতরাং এই সংবিধানও অবৈধ।

শুক্রবার (৩ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশে এসব কথা বলেন তিনি৷

দলটির এই শীর্ষ নেতা বলেন, এই অবৈধ সংবিধানের মাধ্যমে আজ বাংলাদেশের মানুষকে হত্যা করবেন, জেলে নেবেন, তাদের রক্ত ক্ষরণ করবেন, মায়ের কোল খালি করবেন, সন্তান এতিম করবেন আর স্ত্রীকে বিধবা করবেন? এমন চিত্র বাংলাদেশের মানুষ সহ্য করবে না৷

রেজাউল করিম বলেন, আমি স্পষ্ট বলে দিতে চাই- আপনারা ২৪ সালেও দলীয় সরকারের অধীনে যে পাতানো নির্বাচন করতে চান; সে সুযোগ আর দেওয়া হবে না৷

পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের মামলার ভয় দেখানো হয়। বাস-লঞ্চ আটকানো হয়। বিরোধী দলীয় নেতাকর্মী ও আলেম ওলামাদের আটকে রেখে আন্দোলন দমন করতে পারবেন না। বিরোধী দলীয় নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। প্রশাসনের ভাইদের বলব, আপনারা যদি দেশের কল্যাণ চান তাহলে বিরোধী দলীয় নেতাকর্মীদের এবং কারাবন্দি সকল আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

ফিলিস্তিনে চলমান অস্থিতিশীলতা প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, ফিলিস্তিনে যেভাবে মা বোনদের হত্যা করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জাতিসংঘসহ তামাম দুনিয়ার মুসলমানদের জালেম বাতেল ও ভূমি দস্যুদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানাই।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল পীর সাহেব খুলনা, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, নায়েবে আমির মুহাদ্দিস মাওলানা আবদুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, দলের উপদেষ্টা পরিষদের সদস্য চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আক্কাস আলী সরকার, আলহাজ্ব আমিনুল ইসলাম, মুফতি এছহাক মোহাম্মদ আবুল খায়ের, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *