যুক্তরাষ্ট্র শ্রম অধিকার এগিয়ে নিতে চায় বিশ্বব্যাপী

যুক্তরাষ্ট্র শ্রম অধিকার এগিয়ে নিতে চায় বিশ্বব্যাপী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশসহ সারা বিশ্বে শ্রম অধিকারকে এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র সরকার। গত সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এসব কথা জানান। এ সময় তিনি নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।

শ্রম অধিকারকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ এবং বাংলাদেশে শ্রমিক আন্দোলনে মৃত্যুর বিষয়ে যুক্তরাষ্ট্র কী করছে—এ বিষয়ে জানতে চান একজন বাংলাদেশি সাংবাদিক।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত সপ্তাহে শ্রম ইস্যুতে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন। সেখানে তিনি বিশ্বব্যাপী শ্রমিকদের সুরক্ষা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার প্রতিষ্ঠায় সরকার, শ্রমিক, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়ার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বব্যাপী এটি করছে। মুখপাত্র এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পুরো বিবৃতি দেখার পরামর্শ দেন।

ম্যাথু মিলার বলেন, ‘আগেই বলেছি, আমরা বাংলাদেশে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা, শ্রমিক সংগঠনকে অপরাধ হিসেবে গণ্য করার, কর্মী ও ট্রেড ইউনিয়নকে চলমান হয়রানির নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, আমাদের নীতি হলো বাংলাদেশসহ সারা বিশ্বে সরকারগুলোকে অবশ্যই শ্রমিকদের কোনো ধরনের সহিংসতা, হয়রানি, ভয়ভীতির শিকার হওয়ার ভয় ছাড়াই সমবেত হওয়ার ও দর-কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *