জামিআ ইকরার ইফতাহি দারস বুধবার

জামিআ ইকরার ইফতাহি দারস বুধবার

পাথেয় রিপোর্ট : রাজধানীর খিঁলগাও, চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশর নতুন শিক্ষাবর্ষের ইফতাহি দারস বুধবার (১৯ জুন) সকাল ১০ টায় জামিয়া ইকরা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোরকে জানান, ইফতাহি দারসে পবিত্র বুখারী শরীফের প্রথম দরস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মাওলানা মারুফ আরও জানান, ইফতাহি দারসে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন অত্র প্রতিষ্ঠানের শাইখুল হাদীস ও মুরুব্বী আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ।

জামিআ ইকরা বাংলাদেশের রঈস বলেন, আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ-এর সুষ্ঠু তত্বাবধানে পরিচালিত ব্যতিক্রমধর্মী একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশ। শিক্ষার্থীদেরকে তাহক্বীকের সাথে পড়ানো এবং তাদের তা‘লীমের সাথে সাথে তারবিয়াত তথা আমলের ইসলাহ ও আমলী মশকের ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, দেশের বর্ষীয়ান মুহাদ্দিস ও শাইখুল হাদীস আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ (রহ.) -এর সার্বিক তত্বাবধানে ২০১০ সালে শুরু হয় জামিয়া ইকরা বাংলাদেশের যাত্রা। এর আগে প্রতিষ্ঠালগ্ন থেকেই (১৯৯৬ সাল) ইকরা বাংলাদেশ স্কুল সাথে হিফজ বিভাগ ও কাফিয়া জামাত পর্যন্ত ক্বওমী মাদারাসার কার্যক্রম চালু ছিল। শুরুতে জামিআরর মুরুব্বী ও শাইখুল হাদীসের দায়িত্বে ছিলেন আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ (রহ.)। তাঁর মৃত্যুর পর এই গুরু দায়িত্ব আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ (দা.বা.) এর উপর অর্পিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *