জাতীয় বেফাকে মেধা তালিকায় যারা

জাতীয় বেফাকে মেধা তালিকায় যারা

পাথেয় রিপোর্ট : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি./২০১৯ঈ.-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

নিম্নে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষাতে প্রত্যেক জামাতে মেধা তালিকায় যারা আছেন তাদের নাম উল্লেখ করা হলো—

মারহালা— ইফতা
১. জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা, কাঁচকুড়া, উত্তরখান মাদরাসার ছাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। তার গড় নাম্বর ৯১.০০%। বিভাগ- মুমতায।
২. জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা, কাঁচকুড়া, উত্তরখান মাদরাসার ছাত্র মুহাম্মদ আবু বকর ছিদ্দীক। তার গড় নাম্বার ৯০.৬০%। বিভাগ- মুমতায।
৩. দারুল উলুম মাদরাসা মিরপুর-১৩, ঢাকা এর ছাত্র মুহাম্মদ হাবিবুল্লাহ। তার গড় নাম্বার ৯০.০০%। বিভাগ- মুমতায।

মারহালা— ফযীলত (বালক)
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ তাসলিম মাহমুদ। তার গড় নাম্বার ৯১.৩৭%। বিভাগ- মুমতায।
২. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ শোয়াইব আহমাদ। তার গড় নাম্বার ৯০.১৩%। বিভাগ- মুমতায।
৩. জামিআ ইকরা বাংলাদেশ-এর মাত্র মুহাম্মদ মুহাইমিনুল জান্নাহ। তার গড় নাম্বার ৮৮.২৫%। বিভাগ-মুমতায।

মারহালা— সানাবিয়া উলইয়া (বালক)
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ জোবায়ের আহমদ। তার গড় নাম্বার ৯৩.২৮%। বিভাগ- মুমতায।
২. জামিআ ইকরা বাংলাদেশ-এর মাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তার গড় নাম্বার ৯২.১৪%। বিভাগ- মুমতায।
৩. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ ইমাম হোসাইন। তার গড় নাম্বার ৯১.৮৫%। বিভাগ- মুমতায।

মারহালা— মুতাওয়াসসিতা (বালক)
১. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদরাসার ছাত্র মুহাম্মদ ফজলে রাব্বী। তার গড় নাম্বার ৯৬.৭১%। বিভাগ- মুমতায।
২. জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানীনগর খুলনা মাদরাসার ছাত্র মুহাম্মদআবু জর শেখ। তার গড় নাম্বার ৯৬.০০%। বিভাগ- মুমতায।
৩. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদরাসার ছাত্র শাকিল আহমদ। তার গড় নাম্বার ৯৫.৪৩%। বিভাগ- মুমতায।

মারহালা— ইবতিদাইয়্যাহ (বালক)
১. জামিয়াতুস সাহাবা মাদরাসা, রাখালগাছি বাগেরহাট সদর-এর ছাত্র মুহাম্মদ আল আমিন। তার গড় নাম্বার ৯১.০০%। বিভাগ- মুমতায।
২. (ক) আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মোহাম্মদ আলী। তার গড় নাম্বার ৯০.৫৭%। বিভাগ- মুমতায।
২. (খ) জামিয়া আশরাফিয়া নূরেরচালা মাদরাসার ছাত্র মুহাম্মদ রাকিবুল হাসান। তার গড় নাম্বার ৯০.৫৭%। বিভাগ- মুমতায।
৩. নশাসন কওমিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ মাসুদ আলম। তার গড় নাম্বার ৮৮.২৯%। বিভাগ- মুমতায।

মারহালা— হিফজ (৩০ পারা)
১. জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী মাদরাসার ছাত্র মুহাম্মদ ওমর হাসান। তার গড় নাম্বার ৯৮.৫০%। বিভাগ- মুমতায।
২. (ক) মুনীর শাহীর তাহফীজুল কুরআন একাডেমী-এর ছাত্র মুহাম্মদ মাহফুজুর রহমান। তার গড় নাম্বার ৯৮.০০%। বিভাগ- মুমতায।
২. (খ) জামিয়া ইসলামিয়া তহুরিয়া ও আলিমুন্নেসা মাদরাসার মুহাম্মদ নূর নবী। তার গড় নাম্বার ৯৮.০০%। বিভাগ- মুমতায।
৩. (ক) দারুল উলুম রশিদিয়া কওমি মাদরাসার ছাত্র আবু রায়হান। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।
৩. (খ) জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানীনগর মাদরাসার ছাত্র মুহাম্মদ রবিউল ইসলাম। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।
৩. (গ) খানজাহান আলী মহিলা মাদরাসা, পলট নং-৬১ এর ছাত্রী মুছাম্মাদ মুমতাহিনা মারিয়াম। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।

মারহালা— হিফজ (১০-২০ পারা)
১. (ক) খানজাহান আলী জামে মসজিদ ও মাতরাসা কমপ্লেক্স খুলনা মাদরাসার ছাত্র মুহাম্মদ নাছরুল্লাহ। তার গড় নাম্বার ৯৫.০০%। বিভাগ- মুমতায।
১. (ক) জামিয়া আজিজিয়া ফাতেমাতুয জুহরা রা. কওমি মহিলা মাদরাসান ছাত্রী নুসরাত জাহান মদীনা। তার গড় নাম্বার ৯৫.০০%। বিভাগ- মুমতায।
২. খানজাহান আলী জামে মসজিদ ও মাতরাসা কমপ্লেক্স খুলনা মাদরাসার ছাত্র মুহাম্মদ মুয়ীজ জাহাঙ্গীর। তার গড় নাম্বার ৯২.০৫%। বিভাগ- মুমতায।
৩. গিরদা মদীনাতুল উলুম কুমিল্লা মাদরাসার ছাত্র মুহাম্মদ নাহিদুর রহমান। তার গড় নাম্বার ৯০.০০%। বিভাগ- মুমতায।

মারহালা— নাযেরা
১. উলাইল দারুশ শরীয়াহ মহিলা মাদরাসার নবাবগঞ্জের ছাত্রী আসমা আক্তার। তার গড় নাম্বার ১০০%। বিভাগ- মুমতায।
২. হালিমাতুস সাদিয়া রা. কওমি মহিলা মাদরাসার ছাত্রী মুছাম্মাদ মারিয়া। তার গড় নাম্বার ৯৮.০৫%। বিভাগ- মুমতায।
৩. (ক) দারুস সালাম নূরানী ও হাফিঝিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ আবু রাইহান। তার গড় নাম্বার ৯৭.০৫%। বিভাগ- মুমতায।
৩. (খ) দারুস সালাম নূরানী ও হাফিঝিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ শরীফুল ইসলাম। তার গড় নাম্বার ৯৭.০৫%। বিভাগ- মুমতায।
৩. (গ) খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা দক্ষিণ বনশ্রী-এর ছাত্রী সাঈদা নাজনীন। তার গড় নাম্বার ৯৭.০৫%। বিভাগ- মুমতায।

মারহালা— ইলমুল কিরাআত ও তাজবীদ
১. জামিয়াতুল ইসলাহ মহিলা মাদরাসা, মোজাফরপুর মাদরাসার ছাত্রী তামান্না আখতার। তার গড় নাম্বার ৯৬.৫০%। বিভাগ- মুমতায।
২. জামিয়াতুল ইসলাহ মহিলা মাদরাসা, মোজাফরপুর মাদরাসার ছাত্রী লিজা আখতার। তার গড় নাম্বার ৯৬.০০%। বিভাগ- মুমতায।
৩. কাকনী আদর্শ মহিলা মাদরাসা মোমেনশাহী-এর ছাত্রী তাইয়্যিবাহ আখতার। তার গড় নাম্বার ৯৫.০০%। বিভাগ- মুমতায।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *