পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিয়ে বা যে কোন অনুষ্ঠানে অচেনা পুরুষ ও মহিলা একসঙ্গে খেতে পারবেন না, ইসলামি শরীয়তে একে অপরের মাহরাম নয় এমন নারী-পুরুষ একসঙ্গে খাওয়া বড় পাপ। এই ফতোয়া জারি করেছে ভারতের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। দাঁড়িয়ে খাওয়াও ইসলামিক সংস্কৃতির বিরোধী বলে মত দিয়েছে দেওবন্দের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম।
জানা যায়, দেওবন্দের এক বাসিন্দা দারুল উলুম দেওবন্দের কাছে জানতে চেয়েছিল নারী-পুরুষের একসঙ্গে খাওয়া-দাওয়া করাকে ইসলাম সমর্থন করে কিনা? তার উত্তরেই এই ফতোয়া দিয়েছে দারুল উলুম দেওবন্দ।
বিয়ে বা অন্য যে কোনও সামাজিক অনুষ্ঠানে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই প্রথা ইসলাম-বিরোধী বলে জানিয়েছে দারুল উলুম দেওবন্দ। এতে নারী ওপুরুষ, উভয়েই পাপের ভাগী হয়।
একই সঙ্গে দাঁড়িয়ে খাওয়ার যে প্রথা বর্তমানে বহুল প্রচলিত, তাও ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছে দারুল উলুম দেওবন্দ।
এর আগে দেওবন্দের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দোকানদারের কাছ থেকে মুসলিম মহিলাদের চুরি পরে নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলো দারুল উলুম দেওবন্দ। চুরি পরানোর সুযোগে নারীর শরীরে অচেনা পুরুষের স্পর্শ ইসলাম বিরোধী বলে জানায় দেওবন্দ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া