পাথেয় রিপোর্ট : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আবদুর রহীম কাসেমী ও সংগঠনের ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন।
নেতৃত্বের ধারবাহিকতাও জরুরি হিসেবে উল্লেখ করে তারা বিবৃতিতে বলেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। দেশকে একটা স্বর্ণোজ্জ্বল অবস্থানে নিয়ে আসার অবশ্যই প্রধানমন্ত্রী অভিনন্দন পাবেন। বঙ্গবন্ধুকন্যা হিসেবে তার দায়িত্ব এখানেই শেষ নয়।
২০ মার্চ ২০১৮ বৃহস্পতিবার দুপুরে এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, উন্নয়নের ধারাবাহিক কর্মসূচি থেকে কোনোভাবেই কওমী মাদরাসাকে বাদ দেয়া যাবে না। সৎ ও আদর্শ মানুষের একটা বড় শ্রেণি রয়ে গেছে এই মাদরাসাগুলোতে। তাদের দক্ষতা, সততা ও শ্রমকে কাজে লাগিয়ে দেশকে আরও উন্নত করার বিষয়ে অগ্রসর ভূমিকা পালন করতে হবে।