আজ থেকে সড়কে শতভাগ গণপরিবহন

আজ থেকে সড়কে শতভাগ গণপরিবহন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

গত ৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

১১ আগস্ট থেকে সড়কে অর্ধেক গণপরিবহন চলার নিয়ম বেধে দিলেও বলতে গেলে এটা কেউ মানেনি। আর সরকারেরও এ বিষয়ে কোনো তদারকি ছিল না। তাই ১১ আগস্ট থেকেই রাজধানীর সড়কগুলোতে ছিল দুঃসহ যানজটের ভোগান্তি দেখা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। পরে কিছুটা বাড়িয়ে মেয়াদ গত ১০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত কররা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *