১. আদ্যোপান্ত ডুবে আছি পাপে
❑
আমি আদ্যোপান্ত ডুবে আছি পাপে
আমাকে ক্ষমা করো
আমি স্নান করেছি সেই নদীতে, যে নদীর স্রোতে সব পাপ মুছে যায়। নতজানু দুহাত মেলে ক্ষমা চেয়েছি সেই পূণ্য ভূমিতে বসে, যে পূণ্য ভূমি দর্শনে নিষ্পাপ হওয়া যায়। পাপিস্ট ঠোঁটে চুমো খেয়েছি সেই পাথরে, যে পাথর চুম্বনে মানুষ পবিত্র হয়ে যায়। তীর নিক্ষেপ করে হত্যা করেছি সেই শয়তানী রূপকে, যে রূপ হত্যা করলে ভালো হওয়া যায়।।—
তবুও আমি আদ্যোপান্ত ডুবে আছি পাপে
আমাকে ক্ষমা করো
[আদ্যোপান্ত ডুবে আছি পাপে। আদিল মাহমুদ। শনিবার। ২৩ ফাল্গুন। ভর দুপুর। খিলগাঁও, ঢাকা-১২১৯।]
২. আমার দেহ একটি নতুন কবরে
❑
মৃত্যু পর আমার কবর যেন হয়—
জন্মস্থানে
গ্রামে
আব্বার কাবরের পাশে।
কবর যেন রহমতের বৃষ্টিতে ভেঁজে
জোৎস্নার আলোয় ভাসে
মাথার কাছে রাঁধাচূড়া জাগে
পায়ের কাছে কৃষ্ণচূড়া থাকে
গাছের পাতা জিকির করে
বুকে যেন অবারিত বুনো ঘাস জন্মায়
শিয়রে লেবু গাছ ফুল ফুটায়
আপনজন মাগফিরাত কামনা করে যায়—
ইসালে সওয়াব পাঠায়
পথিক যেন বলে— ‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; আংতুম সালাফুনা ওয়া নাহনু বিলআছারি।’
[আমার দেহ একটি নতুন কবরে। আদিল মাহমুদ। খিলগাঁও, ঢাকা-১২১৯। ২৩ ফাল্গুন। মধ্যরাত।]