আন্তর্জাতিক হাদীস কনফারেন্স : যেভাবে রেজিস্ট্রেশন করবেন

আন্তর্জাতিক হাদীস কনফারেন্স : যেভাবে রেজিস্ট্রেশন করবেন

আন্তর্জাতিক হাদীস কনফারেন্স : যেভাবে রেজিস্ট্রেশন করবেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে এই প্রথম রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে ১২ জানুয়ারি ২০২০ রোববার থেকে ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার পর্যন্ত এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর-কে জানান, মুহাদ্দিসীন উলামায়ে কেরামদের জন্য দরস উন্মুক্ত থাকবে।
এছাড়া ইফতা বিভাগ ও দাওরায়ে হাদীসের শিক্ষার্থীরা দরসে বসতে পারবে। তবে সবাইকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের ঠিকানা: ১২২৭/এ/১ চৌধুরিপাড়া, খিলগাঁও, ঢাকা- ১২১৯ (জামিআ ইকরা বাংলাদেশ)। মোবাইল-০১৭১৫৮১০৬৫৩, ০১৮১৭০৯৩১৫৪।

এছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন করুন এই লিংকে- https://bit.ly/2MU63oX

জামেউল ইমাম তিরমিযী কনফারেন্সে দরস ও সনদ প্রদান করবেন-

১. শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র আল্লামা আব্দুল বারী কাসেমী, বাংলাদেশ।

২. শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র আল্লামা বিলাল আসগার কাসেমী, সাহরানপুর, ভারত।

৩. শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র আল্লামা মুহাম্মাদ গানেম কাসেমী, সাহরানপুর, ভারত।

৪. ফখরুল মুহাদ্দিসীন মাওলানা সাইয়্যিদ ফখরুল হাসান মুরাদাবাদী (রহ.)-এর ছাত্র আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশ।

৫. সনদ ও মতনসহ কুতুবে সিত্তাহ-এর হাফেজ ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ হাসান হায়দার আল-ওয়ায়েলী, ইয়ামেন।

৬. শাইখুল হাদীস মাওলানা মুহাম্মাদ যাকারিয়া কান্ধলভী (রহ.)-এর ছাত্র শায়খ আব্দুল ওয়াহিদ আল মাযাহেরী, সৌদি আরব।

৭. শায়খ আবুল খায়ের আল-মাদানী (রহ.)-এর ছাত্র শায়েখ মুহাম্মাদ আব্দুল মাজেদ আল হান্নাবী, সিরিয়া। মুক্বিম মদনিা।

৮. শায়খ মুহাম্মাদ আশ শাযালী, নিউফর, তিন্নিসী (রহ.)-এর ছাত্র ও মাখতুতাত ও উলূমে বিশেষজ্ঞ শায়খ নাজম আব্দুর রহমান খালাফ, ইরাক।

৯. শাইখুল হিন্দ ও মাওলানা ইয়াকুব নানুতুবী রহ.এর শাগরিদ আল্লামা রাসূল খান হাজারাভী (রহ.)-এর ছাত্র মাওলানা নুরুদ্দীন লাহোরী, বাংলাদেশ।

১০. শায়েখ নাসির খান (রহ.)-এর ছাত্র মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ।

কনফারেন্স শেষে উপস্থিত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে বলে জানিয়েছেন জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *