‘আপনারা ভোট দিতে যাবেন, ভোট দেয়া আপনাদের অধিকার’

‘আপনারা ভোট দিতে যাবেন, ভোট দেয়া আপনাদের অধিকার’

পাথেয় রিপোর্ট : জনতার উদ্দেশে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ভোট দিতে যাবেন, ভোট দেয়া আপনাদের অধিকার। তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু আমরা আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার জনগণ মাঠে আছে।

২৩ ডিসেম্বর রোববার ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর ইউনিয়নে এক পথসভায় ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করবো, আপনারা পরিবর্তনটা আনেন। ধানের শীষ কাজ করবে। অতীতে করেছে ভবিষ্যতেও করবে।

ভোটারদের উদ্দেশে তিনি আরো বলেন, এই সরকারের পরিবর্তন একমাত্র আপনারাই করতে পারেন। আমরা শান্তি চাই, ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। কিন্তু আওয়ামী লীগ জনগনকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মামলা করে আবারো ক্ষমতায় আসতে চায়। মামলা, হামলা, ভয় দেখিয়ে ক্ষমতাই বেশি দিন টিকে থাকা যায় না।

এরআগে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দীর্ঘ ১০ বছর মানুষের বাক স্বাধীনতা পাথর চাপা দিয়ে রেখেছেন। প্রশাসনের কাছে যান আওয়ামী লীগ ছাড়া কিছু দেখবেন না। কোর্ট আর পুলিশ ছাড়া কিছুই নেই আওয়ামী লীগের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের পরিবর্তনে নিজেদের উন্নয়ন করেছে। বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সবকিছুরই বিল বাড়িয়ে দিয়েছে সরকার। বিনা পয়সা সার দিতে চেয়ে সারের দাম বাড়িয়ে দিয়েছে। এ সরকার দেশের মানুষকে ১০ টাকা চাল খাওয়াতে চেয়েছিল, কিন্তু পারেননি। বরং দেশে প্রতিটি জিনিসপত্রের দাম ৩/৪ গুন বেড়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, নৌকা ইতোমধ্যে হেরেই গেছে। তাই তারা সরকারি সংস্থা দিয়ে নানা রকম হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্ন অপকৌশলে আশ্রয় নিচ্ছে। কারণ এ ফ্যাসিবাদী সরকার জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে নিতে চায়। আইন-শৃঙ্খলাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রে কর্মচারী। তাই আওয়ামী লীগের কথায় দেশের নিরাপরাধ, নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে না। তিনি বলেন, দেশের মানুষের মুখে হাসি নেই, নির্বাচনেরও পরিবেশ নেই। নির্বাচন কমিশন বলছেন দেশের নির্বাচনের প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়েছে। তিনি বলেন, যেখানে মাটিই নেই, সেখানে মাঠ সমান হবে কিভাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *