পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘শান্তির হাওয়া এ জীবনে কি আর আসবে আফগানিস্তানে’ এ প্রশ্ন রয়ে যাচ্ছে বারবার। শান্তিচুক্তির পরেও দেশটি থেকে নৈরাজ্য বিদায় নিচ্ছে না।
এবার আফগানিস্তানে পুলিশের চৌকিতে আত্মঘাতী হামলায় ৪ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। হামলাকারী ব্যক্তি গাড়িযোগে এ হামলা পরিচালনা করে বলে জানা যায়।
দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতের পাশাপাশি ৪০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এ হামলায় কেউ দায় স্বীকার করেনি। কান্দাহারের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আশরাফ নাদেরি জানান, রবিবার রাতে প্রদেশের মাইওয়ান্দ জেলায় ঘটনাটি ঘটে। দেশটিতে একের পর এক এ ধরনের হামলা এমন সময়ে চলছে যখন দেশটির সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় কাতারে দু পক্ষের মধ্যে আলোচনা চলছে।
এ মাসেই কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলায় ২২ জন নিহত হওয়ার পর টিভি উপস্থাপক হত্যা এবং এরপর পুলিশ চৌকিতে হামলা- দেশটিতে সংঘাতের মাত্রা যেন বেড়েই চলছে। তালেবানদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোটের সৈন্য প্রত্যাহারের ফলে দুই দশকেরও অধিক সময় ধরে চলা সংঘাত কমে আসবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা কোনো ইতিবাচক রূপ দেখা যাচ্ছে না। দেশটিতে স্থায়ী শান্তি খুজে পাওয়ার পথ শুধু দীর্ঘই হচ্ছে। ন্যাটো জোটের সেনা প্রত্যাহারের পর আফগান সরকার ও তালেবানরা পরষ্পরে নতুন করে দরকষাকষিতে লিপ্ত হয়। উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে স্থায়ী সমাধান সূত্র বের করার প্রক্রিয়ার মধ্যেই এসব হামলা অস্থিরতার মাত্রা আরো বাড়িয়ে তুলছে।
/এএ