সরলকথন। মাসউদুল কাদির
আল্লাহকৃপায় থেমে যাক করোনাতাণ্ডব
কামরুল হাসান আমার প্রিয় জন্মভূমি হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক। তিনি করোনাক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। আল্লাহ তাআলা তাকে রহম করুন। এর আগে বেশ কয়েকজন জেলা প্রশাসকের সঙ্গে আমার সামান্য যোগাযোগ ছিলো। জেলা প্রশাসক কামরুল হাসানকে দেখছিলাম, সত্যিকার একজন দরদি মানুষের মতো ছুটে বেড়াচ্ছিলেন। আমার তখন ভয় হচ্ছিলো, তিনি আক্রান্ত হয়ে যান কিনা। যারা মাঠে কাজ করছে, যেমন পুলিশ, র্যাব, আনসার ও সেনাসদস্যগণ তারাও আমাদের ভাই।
বন্ধু। আপনজন। তারা আক্রান্ত হলে আমাদের ব্যথাটা একটু বেশি হয়। প্রশাসনের অারও অনেকেই আক্রান্ত হয়েছেন।
যেখানেই প্রশাসনের লোকজন আক্রান্ত হয়েছেন সেখানকার অবস্থা ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠেছে। এটা আমরা কেউই চাই না।
জরুরি সেবার আওতায় আমাদের সংবাদকর্মী বন্ধুগণ। ডাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিজেদের নিয়োজিত রাখতে হয় সবসময়। এই করোনায় কেবল, সবসময়। সম্মুখ সমরে লড়াই করেন তারা। জীবনের ফলাফলটা খুবই কষ্টের। জীবন অসুন্দর যেখানে। এই চরম কষ্টের মধ্যে আবার দেশে করোনাক্রান্ত হয়েছেন ৫৫ সংবাদকর্মী। এর মধ্যে আমার অনেক প্রিয়জনও আছেন। আমাদের ছেড়ে চলে গেছেন একজন সিনিয়র সাংবাদিক। গত ২৮ এপ্রিল রাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ূন কবীর খোকন।
বাংলাদেশ টেলিভিশনের বিটিভি) মহাপরিচালক (ডিজি) এস এম হারুন অর রশীদ-এর সঙ্গে সামান্য পরিচয় ছিলো আমার। বেশ কয়েবার বিটিভিতে গিয়েছি ডিজি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। খুব মিষ্টিভাষী মনে হয়েছে তাকে। আজকে তিনি সস্ত্রিক কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। খবরগুলো ভালো নয়। তবে আমরা সতর্ক হতে পারি। মানুষের জীবনের মূল্য আমরা কেউই দিতে পারবো না। সবকিছু বন্ধ হয়ে থাকায় সবারই কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। মিডিয়াপাড়ায় এই করোনা কী বার্তা নিয়ে এসেছে? এটা কাউকে আলাদা করে ডেকে নিয়ে বুঝিয়ে দেওয়ার কিছু নেই।
আমরা একদিকে করোনাক্রান্ত মানুষের দুনিয়ায় বাস করছি অন্য দিকে অতিক্রম করছি মে মাস। শ্রমের মর্যাদার মাস। আবার সামনে আসছে ঈদ। আমরা কতটুকু প্রস্তুত? সত্যিকার অর্থে আমাদের কোনো প্রস্তুতি আছে? মানুষ এই করোনা নিয়ে নানা কিছু বলে বেড়ায়। তবে কোরআনের একটা পঙক্তি উচ্চারণ করে যাই, আল্লাহ তাআলা বলেন, জল–স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। সূরা রুম :আয়াত ৪১
জলে যেমন আমরা আগ্রাসী তেমনি স্থলেও আমরা অমানুষ। কোরআন বলছে, পশুর চেয়েও অধম। দায়িত্বের ক্ষেত্রে আমরা এমনই। একজন সাধারণের ওপর খোঁজ থাকে কতটুকু? সমাজের সব অনিষ্ঠতা তো আমরাই করে বেড়াই। আমাদের হাতেই ঘটতে থাকে একের পর অপকর্ম। শুধু জলবায়ু সমস্যা নয়, জলে স্থলে সব বিপর্যয়ের জন্যই আমরা মানুষ দায়ি।
সতত সুন্দর পথেই আমাদের ফিরতে হবে। সৎকর্ম সম্পাদনেই মানুষের মুক্তি। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ! মানুষ ক্ষতির মধ্যে রয়েছে; তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিয়েছে।’ (সূরা আসর : আয়াত ১-৩
হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান এবং বাংলাদেশ টেলিভিশনের বিটিভি) মহাপরিচালক (ডিজি) এস এম হারুন অর রশীদ-এর করোনা আক্রান্তের খবর যেমন শুনেছি তাদের সুস্থতার খবরও শুনতে চাই। শুনতে বিশ্বজুড়ে চলা এই করোনাতাণ্ডবকে আল্লাহ তাআলা নিঃশ্বেষ করে দিন। এ থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিনগুলো আমরা রাঙিয়ে যেতে চাই। সবসময় পাশে থাকতে চাই সব মানুষের। আল্লাহ তাওফিক দিন। আমীন।
লেখক : সাংবাদিক ও গল্পকার