আশরাফুল মান্নান-এর মানুষ কেনো হয় না মানু্ষ
মানুষ কেনো হয় না মানুষ
এই করোনায় হচ্ছে না হুঁশ–
জীবন নিয়ে করছে খেলা
করছে কামাই ফাঁদ পেতে
দূর গগনের চাঁদ পেতে ।
মানুষ কেনো হয় না মানুষ
দুঃসময়েও ছাড়ছে না ঘুষ
অসত্ পথে চলছে তারা
অর্থ বাড়ায় ভুল পথে
আসছে না কেউ মূল পথে।
মানুষ কেনো হয় না মানুষ
ভেতরটাতে বাড়ছে ফানুস
মরণব্যাধির শংকাকালেও
চলছে না ঠিক রুল ধরে
স্বভাবদোষে ভুল করে।
১২.০৭-২০