আশ্বিনের সন্ধ্যা | উম্মে রুমানা ইসলাম
নিভু নিভু জ্বলছে প্রদীপ
সন্ধ্যা নামে আশিনে,
নীড় হারা, পাখির দল
গান গাইছে আনমনে।
অস্ত ডুবে, সন্ধ্যা পাড়ে
রঙিন মায়ায় সেজে,
হলদে আভায়, মুখ লুকালো
সূয্যিমুখি ফুলে।
আলতা রাঙা, রোদ্র ছায়া
সন্ধ্যা ডুবি ডুবি,
তাল পাতালে গাছের ফাঁকে
বাবুই বাসার সারি।
বিদায়ী আশ্বিন রক্তে রঙিন
নীলাভী প্রান্তে ফুটে,
শেষ বিকালে, কাশ বাগানে
বক পাখালি ডাকে।