আহমদ শফীর উপস্থিতিতে রোববার হাইয়াতুল উলইয়ার বৈঠক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: দেশের কওমী মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষাকে সামনে রেখে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে।
২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে সকাল ৯ টা থেকে এ বৈঠক শুরু হচ্ছে বলে জানা গেছে।
এতে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী সভাপতিত্ব করবেন। ইতোমধ্যেই তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে খতমে নবুওয়াত সম্মেলনে অংশ নিয়েছেন।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের একজন দায়িত্বশীল জানিয়েছেন, ২ তারিখের বৈঠক অনেকদিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সদ্য ইন্তেকাল করা হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যন আল্লামা আশরাফ আলী রহ. ও সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহ- এর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে বৈঠকে। এছাড়াও এতে খতমে নবুওয়ত ও কাদিয়ানী ইস্যুও বিশেষভাবে প্রাধান্য পাবে।
এতে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির ৩২ সদস্য এ বৈঠকে উপস্থিত থাকবেন।