ইতেকাফকারী মসজিদের ভেতর কী করবেন, কী করবেন না?

ইতেকাফকারী মসজিদের ভেতর কী করবেন, কী করবেন না?

প্রশ্ন : ইতেকাফে বসে মসজিদের ভেতর ইতেকাফকারী কী করতে পারবেন এবং কী করতে পারবেন না?

উত্তর : ইতেকাফ অবস্থায় ইতেকাফকারী ফরজ ইবাদতের বাইরে কোনো নফল ইবাদত না করলেও ইতেকাফের সওয়াব পাবেন। তবে অতিরিক্ত নফল ইবাদত করলে আরও বেশি ফজিলতের অধিকারী হবেন।

যেমন—কোরআন শরিফ তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, কাজা নামাজ আদায় করা, দোয়া-দুরুদ পাঠ করা, জিকির-আজকার করা, তাসবিহ-তাহলিল পাঠ করা। এ ছাড়াও দ্বীনি কথাবার্তা ও ধর্মীয় জ্ঞানচর্চা করা সওয়াবের কাজ। যেমন—কোরআন-হাদিস, ফিকহ-তাফসির ইত্যাদি পাঠ করা ও তালিম করা।

ইতেকাফে বসে এমন সব কথা বলা ও কাজ করা বৈধ, যাতে কোনো গোনাহ নেই। প্রয়োজনীয় সাংসারিক কথাবার্তা বলতেও নিষেধ নেই। তবে অহেতুক অযথা বেহুদা কথাবার্তা দ্বারা ইবাদতের পরিবেশ নষ্ট করা যাবে না।

ইতেকাফকারী মসজিদের ভেতর ইতেকাফরত অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন। মাথায়, দাঁড়িতে ও চুলে তেল লাগাতে পারবেন। মাথার চুলে ও দাঁড়িতে চিরুনী করতে পারবেন। চোখে সুরমা লাগাতেও পারবেন।

আল বাদায়েউস সানায়ে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *