ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে তোপের মুখে মমতা

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে তোপের মুখে মমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরোহিতদের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধি করে তোপের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিরোধী বিজেপি ও সিপিএমের নেতারা বলছেন, মুসলিম তোষণ করতেই ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়িয়েছেন তিনি।

গত সোমবার (২১ আগস্ট) নেতাজি ইনডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা মন্দিরের পুরোহিতদের ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেন।

এ সময় তিনি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক ভাতাও ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেন।

রাজ্যের প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেন সরকারের থেকে এই আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এ ভাতা বণ্টন করে ওয়াকফ বোর্ড।

একজন ইমাম মাসে দুই হাজার ৫০০ টাকা করে ভাতা পেতেন, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার টাকায়।

মুয়াজ্জিনরা পেতেন মাসে এক হাজার টাকা করে। এখন থেকে তারা দেড় হাজার টাকা করে ভাতা পাবেন।

এদিকে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় মেতেছেন বিরোধী দল বিজেপি ও সিপিএমের নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন, মুসলিমদের তোষণ করছেন মমতা ব্যানার্জি। মূলত লোকসভা ভোটের দিকে তাকিয়েই ইমাম-মুয়াজ্জিনদের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন তিনি।

সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, সামনে ভোট আসছে। তাই চালাকি করে এই মুহূর্তে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা।

বিষয়টি বুঝতে সাধারণ মানুষের কোনো কষ্ট হচ্ছে না। মমতা ব্যানার্জির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও।

উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় এসে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছিলেন মমতা ব্যানার্জি।

এবার সে ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে তারা লোনের সুবিধা পাবেন বলেও ঘোষণা দিয়েছেন মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *