ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম তীরের জেনিন রিফিউজি ক্যাম্পে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা এবং ১০ জনকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরাইলি সেনারা বারবার সহিংস আচরণ করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এজন্য বাংলাদেশ চরম উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। এছাড়া অবকাঠামোগত ধ্বংসযজ্ঞও চালানো হয়েছে। এক বিবৃতিতে এসব তথ্য জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রায় এক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে পশ্চিম তীরে। প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান চলছে ইসরায়েলের। এ ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষও হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বিস্তারিত উল্লেখ না করে জানিয়েছে, অভিযান অব্যাহত আছে।

ফিলিস্তিনের ইস্যু সমাধানের জন্য উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *