ওয়ার্ল্ড ডেস্ক : ইসরাইলকে মোকাবেলায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য ৫৭টি মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিশাল সামরিক বাহিনী গঠন করার পরিকল্পনা করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কর্তৃক প্রস্তাবিত এ ‘আর্মি অব ইসলাম’ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে ইসরাইল।
ওআইসির সদস্য দেশগুলো যদি এই প্রস্তাবে সম্মত হয় তাহলে জেরুজালেম দখলে রাখা ইসরাইলি বাহিনীর জন্য অনেক কঠিন হবে। ‘আর্মি অব ইসলাম’ গঠনের উদ্যোগকে তাই গুরুত্বের সঙ্গেই পর্যবেক্ষণ করছে ইসরাইল।
এরদোগানের প্রস্তাবে বলা হয়েছে, ৫০ লাখের উপরে সদস্য নিয়ে গঠিত এ সেনাবাহিনী ‘আর্মি অব ইসলাম’ নামে পরিচিত হবে। ইতিমধ্যেই এ সেনাবাহিনী গঠনে ওআইসিভুক্ত ৫৭ দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ আর্মি ইসরাইলের আক্রমণ প্রতিরোধ ও প্রয়োজনে দখল করার সামর্থ্য রাখবে।
ওআইসি’র সদস্যভুক্ত ৫৭টি দেশের সক্রিয় সৈন্য রয়েছে প্রায় ৫২ লাখ, সামরিক বাজেট প্রায় ১৭৪ বিলিয়ন মার্কিন ডলার। ইসরাইলের মোট জনসংখ্যা প্রায় ৮০ লাখ ৪৯ হাজার ৩১৪ জন, সক্রিয় সেনা রয়েছে ১ লাখ ৬০ হাজার; বার্ষিক সামরিক বাজেট প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।