ইয়েমেনে যাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

ইয়েমেনে যাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনে অনুদানের অর্থ (যাকাত) বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩২২ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। খবর এএফপির।

ঈদের আগ মুহূর্তে ২০ এপ্রিল, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে এ ঘটনা ঘটল।

খবরে বলা হয়, এই অনুদান বিতরণের আয়োজন করে সেখানকার ব্যবসায়ীরা। আবদেল রহমান আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অনুদান বিতরণের সময় বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আকাশের দিকে গুলি ছোড়ে সশস্ত্র হুতি বিদ্রোহীরা। তারা ইলেকট্রিক তারে অনবরত আঘাত করে। এতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন অনুদান প্রার্থীরা।

খবরে আরও বলা হয়, এ সময় সেখানে জনপ্রতি ৫ হাজার ইয়েমেনি রিয়াল বা প্রায় ৯ মার্কিন ডলার করে দেওয়া হচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ঘটনার পর সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। চারপাশে অবস্থান করা লোকেদের চিৎকার করতেও দেখা যায়।

আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। স্বরাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, অনুদান বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *