১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদ যাত্রায় যানজট থেকে স্বস্তি এসেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। একই সঙ্গে প্রয়োজনে রেলওয়েকে পুলিশ সহায়তা করবে। ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে।
তিনি বলেন, যখন সারা দেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেন। প্রতিবছর পুলিশ যে ব্যবস্থা করে থাকে, এবারও তা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ঈদের আগে এক দিন যে ছুটি ঘোষণা করেছে সরকার, এতে করে মনি করি, এবার ঈদ যাত্রার চাপটা কিছুটা হলেও কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।