১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
খুলির ভেতর থেকে ফুল হয়ে ফুটছে সকাল—লকডাউন:
শহরজুড়ে সুনসান গণকবর; আগেও জীবিত
ছিলাম কি কখনো আমরা, নাকি চিরথতমত
কঙ্কালের ওপর কাটিয়েছি কাল—চাপিয়ে ত্বক-গাউন
থাকি না কোথাও আমি, শুধু আমার দেহ—বুড়ো
শামুকের মতো নিশ্চুপ নেয় বিশ্রাম কোথাও কোথাও:
তবু ঘিরে আমাকে জাগে নতুন চর; থরোথরো
কাঁপে জলস্তর, কাঁপে দেহকাল, কাঁপে চক্রব্যূহ—
স্বয়ং জীবনের; কেউ নেই পাশে—তবু একাই বিদ্রোহ
টকটকে লাল কৃষ্ণচূড়ার মতো ক্রমাগত গাঢ়
খুলির ভেতর থেকে সাপ হয়ে জিব মেলছে জীবন—কালো;
কান্না নয়, নয় নিনাদ কিংবা হায়েনার ক্রূর হাহাকার,
নয় অপার্থিব পৃথিবীর বার্তাবাহী সাইবর্গ কারাগার:
পোড়া ময়দানে আগাছার হাসি আচমকা চমকাল