উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিল পাশ

উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিল পাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত চীন চলমান যুদ্ধের মধ্যে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগে উইঘুর মানবধিকার অ্যাক্ট ২০২০ পাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে এরপর ট্রাম্প তা অনুমোদন দিয়েছেন। কোন আড়ম্বর ছাড়াই বুধবার এ বিল পাশ করে ট্রাম্প প্রশাসন।

বিল পাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হবে বলে বলছেন বিশেষজ্ঞরা। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতনে সঙ্গে দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে ওই বিলে।

ওয়াশিংটনের দাবি, জিনজিয়াং প্রদেশে চীনা প্রশাসন ১০ লাখেরও বেশি সংখ্যালঘু মুসলিমকে ক্যাম্পে বন্দি করে রেখেছে। সেখানে তাদের অমানবিক জীবনযাপনে বাধ্য করা হচ্ছে। তাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে।

বিল পাশের পর উইঘুর মানবিধকার পক্ষের আইনজীবি ট্রাম্পের কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এর মধ্য দিয়ে জিনজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির নির্দিষ্ট কিছু মানুষের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে।

এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৪ সালে অঞ্চলটি সফরকালে এবং পরবর্তীতে বিভিন্ন সময় কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে সেখানকার মুসলিমদের ব্যাপারে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *