২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ার ১৭নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গত দুই সপ্তাহে এ পর্যন্ত ৪ জন রোহিঙ্গা খুন হলেন।
বুধবার (২২ জুন) রাতে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৭ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।