২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝি (নেতা)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজিমুদ্দীন (৪৮) ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড (প্রধান) মাঝি। বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯টার দিকে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন জানান, গত বছর ক্যাম্পে সিক্স মার্ডারের পর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্পের রোহিঙ্গা দুষ্কৃতকারীদের দমন করতে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা ও স্বেচ্ছা পাহারা সিস্টেম চালু করে।
এতে দুষ্কৃতিকারীরা ক্যাম্প ছাড়তে বাধ্য হয়। এমতাবস্থায় তারা ক্যাম্পে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে রোহিঙ্গা নেতাকে হত্যা করে। রোহিঙ্গা নেতা হত্যায় জড়িত দুষ্কৃতকারীদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্বৃত্তরা এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।