উত্তপ্ত ভারতে ভক্তদের নিরাপত্তায় উদ্বিঘ্ন সালমান খান

উত্তপ্ত ভারতে ভক্তদের নিরাপত্তায় উদ্বিঘ্ন সালমান খান

উত্তপ্ত ভারতে ভক্তদের নিরাপত্তায় উদ্বিঘ্ন সালমান খান

রঙ ডেস্ক :: বলিউডের বাদশাহ সালমান খান ভারতে ভক্তদের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের প্রকাশ করেছেন। তিনি ভারতজুড়ে এনআরসি ও সিএএ নিয়ে চলতে থাকা অস্থির অবস্থায় ভক্তদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তিনি বলেন, দেশে এখন যে পরিস্থি চলছে তাতে ছবির ভালো ব্যবসা করা একটু কঠিন। আমার ভক্তদের ধন্যবাদ সবসময়ে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এত অস্থির পরিস্থিতির মধ্যেও তো তারা সিনেমা দেখতে যাচ্ছেন। তাই ভালো ব্যবসা করার নেপথ্যে কৃতিত্বটাও তাদেরই।

গত শুক্রবার মুক্তি পায় ‘দাবাং থ্রি’। কিন্তু সেভাবে লোক টানতে পারেনি এই ছবি।

সিনে বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রায় ২০ কোটি ক্ষতির মুখে ভাইজানের ‘দাবাং থ্রি’। নেপথ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)।

ভারতব্যাপী এনআরসি, সিএএ নিয়ে যে প্রতিবাদ চলছে। তারই প্রভাব পড়ল ‘দাবাং থ্রি’র বক্স অফিস কালেকশনে। তবে সালমান খান উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তদের নিরাপত্তা নিয়ে।

সালমান খান বলেছেন, উত্তর ভারতের বেশকিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে ‘দাবাং থ্রি’ ভালো ব্যবসা করতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস তারা সিনেমাহলে গিয়ে সিনেমা দেখবে। তবে হ্যা, তাদের নিরাপত্তার কথাও বলব। আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’। তবে উত্তর ভারত ছাড়া অন্যান্য রাজ্যগুলোতে ভালো ব্যবসা করেছে ‘দাবাং থ্রি’।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *