এই আমাদের দেশ । ফারুক নওয়াজ

এই আমাদের দেশ । ফারুক নওয়াজ

এই আমাদের দেশ । ফারুক নওয়াজ

এই আমাদের দেশরে ভায়া দেশ আমাদের প্রাণ..
ভেদ জানি না বৌদ্ধ হিন্দু মুসলিম ও খ্রিস্টান..
বর্ণ-শ্রেণি, জাত বা কুলের ধার ধারি না কেউ..
একটি জাতি একবাঙালি এক-সাগরের ঢেউ।

হাজার বছর– দূর অতীতে পেছন ফিরে চান…
পুবের পাড়ায় উলুধ্বনি, পশ্চিমে আজান..
পোষ-পাবনে, ঈদ-পুজোতে, জলসা-হরিনাম..
জাত-বেজাতের গিটটু ছিড়ে মিশতো সারা গ্রাম।

মধ্যিখানে কষ্ট গেছে, দীর্ঘ নাভিশ্বাস..
মুখোশপরা শয়তানেরা ভাঙালো বিশ্বাস।
দুশো বছর ব্রিটিশ শাসন, দু-যুগ পাকিস্তান..
এক-বাঙালির হৃদয় ভেঙে করেছে খান-খান।

সেই অভিশাপ মুক্ত হলো যুদ্ধে পেলাম জয়..
কান্ডারি তার শেখ মুজিবুর কালজয়ী বিস্ময়।
জাত-ভেদাভেদ, বর্ণ-শ্রেণি—ভাঙল সকল খেদ—
যার খুশি সে কোরান পড়ুক, পড়লে পড়ুক বেদ।
নতুন দেশের নতুন স্বপন, নতুন গানের সুর…
সুরের সুধায় উথাল-পাথাল বঙ্গসমুদ্দুর।
হায়রে সে-সুর করতে মলিন চারটি বছর পর..
জাতির পিতার জীবন কাড়ে ঘৃণিত খচ্চর।

আবার দেশে আসলো নেমে ধুসর কালো দিন..
পশুর স্বভাব অসুরগুলো উচালো সঙ্গিন।
দুঃসময়ের আধার ছিড়ে সূর্য ওঠে ফের..
এগিয়ে এলেন শক্তিময়ী—কন্যা মুজিবের।
দুঃখশেষে উড়ছে যখন অগ্রগতির পাল—
ঠিক তখনই ঘাপটি মারা দুষ্টুরা দেয় ফাল।

আবার শুরু ধর্মধারী বর্মধারীর দল..
রামদা তুলে থামিয়ে দিতে চাচ্ছে জাতির বল।
পাষণ্ডরা অণ্ড তুলে যতোই মারুক ফাল..
এই বাঙালি ঝেটিয়ে তাড়ায় সব ভুয়ো জঞ্জাল।
এক বাঙালির সোনার ভূমি সোনার বাংলাদেশ..
ধর্ম নিয়ে ফালতুবাজি করলে হবে শেষ।

যার-যা মতো সে-সে থাকো-; লাকুম-দীনকুম..
পল্টিবাজি করতে গেলে ভাঙবে না আর ঘুম।

20.08.2019

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *