১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৪ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২২ জন ভর্তি হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সারাদেশে আরও ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে ১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধাধীন। তাদের মাঝে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন তিনজন।
জুন মাসের ১১৮ জন ডেঙ্গুরোগীর মাঝে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন নয়জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৯২ জন। ২১ জুন ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।