এক নজরে পড়ে নিন মুফতি সালমান মানসুরপুরীর বাংলাদেশ সফরের ৬টি বয়ানের সারাংশ

এক নজরে পড়ে নিন মুফতি সালমান মানসুরপুরীর বাংলাদেশ সফরের ৬টি বয়ানের সারাংশ

সম্প্রতি বাংলাদেশে দ্বীনি সফরে এসেছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রহ. এর সুযোগ্য দৌহিত্র, ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস আওলাদে রাসূল, সায়্যিদ মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী। এই সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে ইসলাহী বয়ান করেছেন। তন্মধ্যে বেশ কয়েকটি বয়ান পাথেয় টোয়েন্টিফোর ডটকম‘র পাঠকদের জন্য অনুবাদ করে ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। হযরতের বয়ানগুলো আপনার নজর এড়িয়ে গেলে সবগুলো বয়ানের সারাংশ এক নজরে পড়ে ফেলতে পারেন।

 

যে দু’আ বাঁচায় পথভ্রষ্টতা থেকে

হযরত বলেন- আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা কুরআনুল কারীমে যে সমস্ত দু’আবাক্য উল্লেখ করেছেন সেগুলো আমাদের তরবিয়তের জন্যই নাযিল করেছেন। আর এটা আল্লাহ তা‘আলার মেহেরবানি যে, তিনি আমাদেরকে বলেও দিয়েছেন যে, কোন ভাব ও ভঙ্গিতে তাঁর কাছে চাইতে হবে। পুরো বয়ানটি পড়ুন…


 

ইলমের গুরুত্ব ও স্তরবিন্যাস

তিনি বলেন, আল্লাহ তা’য়ালা কুরআনুল কারীমে রাসূল–সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম–কে জিজ্ঞাসা করে বলেছেন যে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এর উত্তর খুবই সরল যে, জ্ঞানী আর মূর্খ কখনো এক নয়। আর আল্লাহ তা’য়ালা যে জ্ঞানের কথা কুর’আনে বলছেন সেটা কোন ধরণের জ্ঞান? নিঃসন্দেহে সেই জ্ঞান পার্থিব কোন জ্ঞান নয়। সেই জ্ঞান হলো আল্লাহকে চেনার জ্ঞান, ইসলামী শরিয়তের উপর জীবন পরিচালনার জ্ঞান। পুরো বয়ানটি পড়ুন…


 

ইকরা বাংলাদেশ আফতাবনগর শাখার উদ্বোধন করলেন মুফতি সালমান মানসুরপুরী

 

দু’আ ও মুনাজাতের মাধ্যমে ইকরা বাংলাদেশ স্কুল আফতাবনগর শাখার উদ্বোধন করেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস, আওলাদে রাসূল, সায়্যিদ মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী। উক্ত মুনাজাতে তিনি ইকরা বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার উন্নতি, মাকবুলিয়্যাত এবং এর সংশ্লিষ্ট সবার জন্য জন্য দু’আ করেন। পুরো সংবাদটি পড়ুন…


 

তরুণদের প্রতি তিন নববী উপদেশ: মুফতি সালমান মানসুরপুরী

মুফতি সালমান মানসুরপুরী বলেন, আমাদের এই জীবন খুব স্বল্প সময়ের জীবন। এইজন্য আমাদের উচিৎ বেশি বেশি পুণ্যের কাজ করে সময়গুলোকে অর্থবহ করে তোলা। আমলের পাল্লাকে ভারী করার জন্য উচিৎ বেশী বেশী নেক কাজ করা। পুরো বয়ানটি পড়ুন…


 

মাদরাসা পরিচালনায় আল্লাহর উপর ভরসা রাখুন: মুফতি সালমান মানসুরপুরী

মাদ্রাসার মুহতামিমদের উদ্দেশ্যে এই আওলাদে রাসূল বলেন, মাদ্রাসা চালানোর জন্য কখনো নির্দিষ্ট কারো প্রতি মুখাপেক্ষী হবেন না। সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। তবে শুধু ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলেই চলবে না। দ্বীনী প্রতিষ্ঠানের সাহায্যের জন্য সাধারণ মানুষের দ্বারস্থ হতে হবে। তাদেরকে অনুদানের জন্য উৎসাহ দিতে হবে। পুরো বয়ানটি পড়ুন…


 

যে সূরা মুমিনের জীবনের খোলাসা: মুফতি সালমান মানসুরপুরী

 

পবিত্র কুর’আনের সূরা আসরে যে হাকীকত বর্ণনা করা হয়েছে তা আমাদের জীবনের পাথেয়। এই সূরা আমাদের দুনিয়াবী জীবনের খোলাসা। মানুষের এই দুনিয়ার জিন্দেগীতে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত থাকে। কারো ত্রিশ থেকে চল্লিশ , কারো বা ষাট থেকে সত্তর বছর। এবং দুনিয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষও আছে, কেউ রাজা কেউ প্রজা, কেউ ডাক্তার কেউ উকিল। মানুষ যেমনই হোক না কেন, তাকে এই দুনিয়ার সময়কে অতিবাহিত করে আখেরাতের অনন্তকালের সময়ের দিকে তাকে যাত্রা করতে হবে। পুরো বয়ানটি পড়ুন…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *