এরদোগানের তোপের মুখে বরখাস্ত কুর্দিশ ৩ মেয়র
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয় হলেও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিজের দেশের মানুষদের ভালোবাসায় ভাটা পড়েছে বলে জানা গেছে। কুর্দিশ সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে তিনজন নির্বাচিত মেয়রকে বরখাস্ত করেছে এরদোগান সরকার। এ ছাড়া চার শতাধিক লোককে আটক করা হয়েছে।
বরখাস্ত হওয়া এই তিন মেয়র গত মার্চে নির্বাচিত হয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী প্রচার ও সন্ত্রাসীদের অর্থসহায়তার অভিযোগ তোলা হয়েছে।
আংকারা বলছে, অবৈধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বহু লোককে আটক করা হয়েছে।
এতে কুর্দিশ প্রধান দক্ষিণ-পূর্বাঞ্চলে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সোমবার তুরস্কজুড়ে ২৯ প্রদেশে অভিযান চালিয়েছেন কর্মকর্তারা।
আটকদের মধ্যে দিয়ারবাকির, মারডিন ও ভ্যানপ্রদেশের মেয়ররা রয়েছেন। গত মার্চের নির্বাচনে ব্যাপকসংখ্যক ভোটের ব্যবধানে তার বিজয়ী হয়েছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, স্থানীয় সড়ক ও পার্কের নতুন নামকরণ ও সন্ত্রাসীদের স্বজনদের চাকরির প্রস্তাব দেয়ার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।মন্ত্রণালয় আরও জানায়, বিচারিক ও প্রশাসনিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততায় পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।
দিয়ারবাকিরের মেয়র সেলুক মিজরাকলি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে তুরস্কের সরকার জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করেছে।
দেশটির সেকিউলার রিপাবলিকান পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট ওজগুর ওজেল বলেন, ক্ষমতাসীন একে পার্টি ফের গণতন্ত্রের বদলে ফ্যাসিবাদকেই পছন্দ করেছে।