ঐশীর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

ঐশীর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে বাবা-মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড- কমিয়ে ঐশী রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড- দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিলে তার মৃত্যুদণ্ড- চাওয়া হয়েছে।  সোমবার এই মামলায় রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট অন-রেকর্ড সুফিয়া খাতুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আরও অনেক আগে আপিল করা হয়েছে। আপিলে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে এই দম্পতির একমাত্র কন্যা ঐশী রহমানকে ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ড- দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ওই বছরের ৬ ডিসেম্বর হাই কোর্টে ঐশী আপিল ও জেল আপিল করেন। এ ছাড়া মৃত্যুদণ্ড- অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবেও মামলাটি হাইকোর্টে আসে। বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড- হলে দণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে পরিচিত।

গত বছরের ৫ জুন বাবা-মা হত্যায় ফাঁসির দণ্ড-প্রাপ্ত ঐশী রহমানকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড- দেওয়া হয়েছে। এ মামলার আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

_______________

patheo24,/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *