১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় জলিল বেপারী (৫৫) নামের এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক নূর হক ও আরেক ভ্যানযাত্রী জয়নাল মোল্লা। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সানেরপাড় এলাকার এস আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলিল উপজেলার কুঠিবাড়ি এলাকার মৃত হাসান বেপারীর ছেলে। সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সাধুর ব্রিজ এলাকায় ওয়াজ মাহফিল শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন জলিল বেপারীসহ তিন জন। তারা সানেরপাড় এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের ভ্যানকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারীকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক নূর হককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, নিহতের পারিবারের কোনো অভিযোগ না থাকার মরদেহ সুরতহাল করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।