পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আছেন কোয়ারেন্টিনে। তার আগে আক্রান্ত হয়েছেন আরও অনেক খেলোয়াড়। ফুটবলাঙ্গনে প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা বসানোর খবর আসছেই। এবার আক্রান্ত হয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ফিফা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫০ বছর বয়সী সুইসের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ইনফান্তিনোর শরীরে করোনার মৃদ্যু উপসর্গ আছে এবং এই মুহূ্র্তে তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
/এএ